শনিবার , ৬ মে ২০১৭ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাশকতা মামলায় গোদাগাড়ীর মাদক সম্রাট সোহেল জেল হাজতে

Paris
মে ৬, ২০১৭ ২:৫৫ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি:
অবশেষে গোদাগাড়ী থানা পুলিশের তালিকাভুক্ত মাদক সম্রাট মোঃ সোহেল রানাকে সন্ত্রাস ও নাশকতা মামলায় জেল হাজতে প্রেরণ করেছে।  গতকাল শুক্রবার বিকাল ৬ টায় তাকে আটক করলেও রাতভর থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে শনিবার সকালে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

 
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানায়, আটককৃত সোহেলের বিরুদ্ধে মাদক ব্যবসায়, চোরাচালান, হুন্ডি ব্যবসায় ও ২০১৩ সালে গোদাগাড়ীতে নাশকতা সৃষ্টির সাথে সম্পৃক্ততা ও গোপনে ইন্ধন থাকার অভিযোগ থাকায় তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

শুক্রবার সোহলকে আটকের খবর অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটি নিউজে প্রচার হওয়ায় সবার মুখে মুখে বিষয়টি আলোচনায় আসে। বেশীর ভাগ লোকের ধারনা মাদক সম্প্রাট খ্যাত সোহেল আদৌ কি জেল হাজতে যাবে নাকি রাজনৈতিক তদবিরের কারনে ছাড়া পেয়ে যাবে।

 
রাত গড়াবার পর সকাল হতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিত্ব, কলেজের শিক্ষক থেকে শুরু করে সকল পেশা শ্রেনীর মানুষের মনে কৌতুহল জাগে মাদক সম্রাট সোহেল মামলায় জেল গেল নাকি বড় তদবিরে ছাড়া পেয়ে গেল। সারারাত স্থানীয় সাংবাদিকরাও জানতে পারছিলো না শেষ পর্যন্ত কি হচ্ছে। তবে বেলা সাড়ে ১১ টার দিকে গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি  সিল্কসিটি নিউজের এ প্রতিবেদককে নিশ্চিত করেন তার বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে।

 
উল্লেখ্য, গত শুক্রবার ৫ মে বিকাল ৬ টার দিকে মাদক সম্রাট সোহেল কে রেলগেট বাইপাস বাজার বাচ্চু সার ডিলারের দোকানের সামনে হতে প্রাইভেট কার যোগে রাজশাহীর উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো এসময় গোদাগাড়ী থানার এসআই আহসান তাকে আটক করে নিয়ে যায়।

 
জানা যায় আটককৃত মাদক সম্রাট সোহেল দীর্ঘদিন হতে এ ব্যবসার সাথে জড়িত। এতে সে প্রচুর টাকা পয়সা ও অঢল সম্পদের মালিক হয়ে যায়। গড়ে তুলে সমাজের বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তিদের সাথে সু-সম্পর্ক। সকাল বিকাল সেইসব ব্যক্তিদের সাথে উঠাবসা করায় নিজেকেউ খুব ক্ষমতাধর মনে করতেন।

 
সূত্র জানায়, মাদক ব্যবসায়ী গোদাগাড়ী থানা পুলিশের তালিকাভুক্ত ২১ নং মাকদ সম্রাট। এ ব্যবসায় নেমে সে রেলবাইপাস এলাকায় বিশাল দুটি বাড়ী, রাজশাহী শহরে তিনতলা আলিশান বাড়ী, রাজশাহী নিউ মার্কেটে ৪ টি বড় বড় দোকান গড়ে তুলেছে। নিউ মার্কেটে অবস্থিত “বিগ বাজার” নামক বিশাল দোকানটি তারই মালিকানাধীন। তার দুইটি বিবাহিত বউও আছে। তবে শেষ পর্যন্ত মাদক সম্রাট সোহেল কে জেল হাজতে প্রেরণের কথা শুনে এক রকম স্বস্থি বিরাজ করে সকল শ্রেণীর মানুষের মাঝে।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর