নারিনকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন রাবাদা

আইপিএলের এবারের আসরে কেকেআরের ঘূর্ণিজাদুকর সুনীল নারিনকে ছাড়িয়ে গেলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

রীতিমতো ইতিহাস গড়লেন মুম্বাই ইন্ডিয়ানসের এই তরুণ পেসার।  আইপিএল ক্যারিয়ারে উইকেটের হাফসেঞ্চুরি করলেন তিনি।

রাবাদার আগে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন সুনীল নারিন।

তবে এ ক্ষেত্রে নারিনকে ছাড়িয়ে গেছেন রাবাদা। ৫০ উইকেট পূর্ণ করতে নারিন খেলেছিলেন ৩২ ম্যাচ। অন্যদিকে রাবাদা ২৭ ম্যাচ খেলেই পঞ্চাশের কোটা পূর্ণ করেছেন।

সেই হিসাবে আইপিএলের ইতিহাসে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ডটি নিজের করে নিলেন কাগিসো রাবাদা।

শনিবার রাতে শারজা স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বোলিং করে এ রেকর্ড গড়েন রাবাদা।

এদিন ৪ ওভার বোলিং করে ফাফ ডু প্লেসির উইকেটটি নেন তিনি।

এই অনন্য রেকর্ড ছাড়াও আরও একটি ইতিহাস গড়ে এগিয়ে যাচ্ছেন রাবাদা।

সেটি হলো– ভারতীয় পেসার বিনয় কুমারের রেকর্ড ভেঙে আইপিএলে টানা ২৩ ম্যাচে উইকেট শিকারের কীর্তি গড়েছেন এ প্রোটিয়া পেসার।

চলতি আসরে ৯ ম্যাচে ইতোমধ্যে ১৯ উইকেট নিয়ে পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন রাবাদা। কোনো অঘটন না ঘটলে রাবাদা আইপিএল ১৩তম আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হতে চলেছেন।

 

সূত্রঃ যুগান্তর