শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ ৬

Paris
অক্টোবর ২৬, ২০২৪ ১০:১৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডরগাঁও এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ ছয় জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

দগ্ধরা হলেনু মোহাম্মদ বাবুল (৪৭), সেলি (৩৬), মো. সুয়েল (২২), মুন্নি (২০), মোহাম্মদ ইসমাইল (১৬) ও তাসলিমা (১৩)।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, তারা কত শতাংশ দগ্ধ হয়েছেন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বর্তমানে সবাইকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উদ্ধারকারী তরিকুল জানান, দগ্ধরা স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করেন, এবং রূপগঞ্জের ডহরগাঁও ফকির ফ্যাশন গার্মেন্টসের পাশে একটি বাসায় থাকেন।

তিনি বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেই। সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি, বিছানার তোশক পোড়া, রুমের অনেক যায়গায় পোড়া এবং ওই সময় একটি কয়েল পড়ে ছিল। তবে কীভাবে কী হয়েছে তা জানতে পারিনি। আমাদের ধারণা, কোনোভাবে তাদের ওই বাসায় গ্যাসে আবদ্ধ হয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘দগ্ধদের একজন বলছিলেন, মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

মো. ফারুক বলেন, ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ওই ছয় জনের চিকিৎসা চলছে।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়