শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নারকেল তেলের প্যাকে সাতদিনে উজ্জ্বল ত্বক!

Paris
সেপ্টেম্বর ২৪, ২০১৬ ১২:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারকেল তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে, যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে, বলিরেখা দূর করতে এবং রুক্ষতা দূর করতে প্রাকৃতিক এই উপাদান বেশ কার্যকর। তাই সপ্তাহে অন্তত এক দিন ত্বকে নারকেল তেলের প্যাক ব্যবহার করুন। আর যারা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে চান তারা নিয়মিত ত্বকে নারকেল তেল দিয়ে তৈরি প্যাক ব্যবহার করুন।

 

বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে নারকেল তেল দিয়ে তৈরি কয়েকটি প্যাকের পরামর্শ দেওয়া হয়েছে। এক নজরে চোখ বুলিয়ে নিন।

 

প্যাক  : ১

 

যা যা লাগবে

নারকেল তেল ও মধু। এই প্যাক ত্বকের রুক্ষতা ও বলিরেখা দূর করে।

 

যেভাবে ব্যবহার করবেন

এক টেবিল চামচ মধুর সঙ্গে আধা চা চামচ নারকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার ধুয়ে ফেলুন।

 

প্যাক : ২

 

যা যা লাগবে

ডিম, লেবুর রস ও নারকেল তেল। এই প্যাক ত্বকের দূষিত পদার্থ দূর করে এবং ত্বকে নতুন কোষ তৈরিতে সাহায্য করে।

 

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে একটি বাটিতে ডিমের সাদা অংশ, এক চা চামচ লেবুর রস ও আধা চা চামচ নারকেল তেল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

প্যাক : ৩

 

যা যা লাগবে

বেকিং সোডা ও নারকেল তেল। এই প্যাক ত্বকের ময়লা পরিষ্কার করে ত্বক উজ্জ্বল করে।

 

যেভাবে ব্যবহার করবেন

একটি বাটিতে এক চা চামচ বেকিং সোডার সঙ্গে আধা চা চামচ নারকেল তেল মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ভিজিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

প্যাক : ৪

 

যা যা লাগবে

অ্যালোভেরার রস ও নারকেল তেল। এই প্যাক ত্বকের কালচে ভাব দূর করে এবং ত্বক নরম করে।

 

যেভাবে ব্যবহার করবেন

এক টেবিল চামচ অ্যালোভেরার রসের সঙ্গে আধা চা চামচ নারকেল তেল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। হালকাভাবে ম্যাসাজ করুন। সারারাত রেখে দিন। সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

প্যাক : ৫

 

যা যা লাগবে

কমলার রস, টক দই ও নারকেল তেল। এই প্যাক ত্বক টানটান করে এবং ত্বক উজ্জ্বল করে।

 

যেভাবে ‌ব্যবহার করবেন

এক চা চামচ কমলার রসের সঙ্গে আধা টেবিল চামচ টক দই ও তিন ফোঁটা নারকেল তেল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সূত্র: এনটিভি

সর্বশেষ - লাইফ স্টাইল