নামকরা ক্রিকেটার ছাড়া ভারতকে হারানো অবিশ্বাস্য : এলগার

ঘরের মাঠে ২-১ ব্যবধানে ভারতকে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন অর্জনও বিশ্বাস হচ্ছে না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘দারুণ উচ্ছ্বসিত। এক-দুই দিন লাগবে ব্যাপারটার রেশ কাটতে। দলকে নিয়ে আমি গর্বিত।’

কেপটাউন টেস্ট জয়ের জন্য আজ শুক্রবার চতুর্থ দিনে ১১১ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। গতকালের দুটির পর আজ এক উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় তারা। এলগার বলেন, ‘দারুণ খুশি। তরুণ একটা দল। কোনো নামকরা ক্রিকেটার নেই। একটা দল হিসেবে খেলল সবাই। বোলাররা দারুণ খেলল। নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিল সকলে। এই দলকে নিয়ে আমি গর্বিত।’

সিরিজের প্রথম টেস্ট হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। পরের দুই টেস্টে তারা দারুণভাবে ফিরে আসে। ভারতীয় বোলারদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের লড়াইও নজর কেড়েছে। তিন ম্যাচে ২৭৬ রান করে সিরিজ সেরা হয়েছেন কিগান পিটারসেন। এছাড়া প্রোটিয়া পেসাররাও দারুণ করেছেন। এলগার বলেন, ‘এই সিরিজ থেকে অনেক কিছু ইতিবাচক জিনিস পেয়েছি। আগামী দিনেও সব কম চ্যালেঞ্জের বিরুদ্ধে আমাদের লড়তে হবে।’

 

সূত্রঃ কালের কণ্ঠ