নাটোরে ২৪ ঘণ্টায় ৮২ জনের করোনা শনাক্ত

বৃহস্পতিবার (১০ জুন) আক্রান্তের হার ৩৪ শতাংশ হলেও শুক্রবার (১১ জুন) ৫৩ শতাংশ বেড়েছে।
শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে ৫৯ জন নাটোর সদর উপজেলার।
তিনি আরও জানান, সদর উপজেলায় সংক্রমণ রোধ করা সম্ভব হচ্ছে না। প্রতিদিনই এখানে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে।
নাটোর সদর হাসপাতালের উপপরিচালক ডা. পরিতোষ কুমার জানান, সদর হাসপাতালে করোনার রোগীদের জন্য ৩১টি বেড থাকলেও বর্তমানে এখানে ভর্তি রয়েছে ৪৩ জন। সদর হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় বৃহস্পতিবার বিকেলে একটি গ্রুপের পক্ষ থেকে ৭৫ কিউবিক মিটার অক্সিজেন সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি।
অপরদিকে লকডাউনের তৃতীয় দিনে পুলিশের তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। নাটোর শহরের প্রবেশের ১২টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।
সময়