নাটোরে ১২৩ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 

লালপুর প্রতিনিধি:
বকেয়া বিলের কারণে নাটোরের লালপুরে ১২৩ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৮জানুয়ারি) পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-২ লালপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় এ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম খান বলেন, লালপুর জোনাল অফিসের আওতায় গোপালপুর পৌর এলাকাসহ চকনাজিরপুর, কেশবপুর, ভুইয়াপাড়া, বিরোপাড়া, নবীনগর, মোমিনপুর, মোহরকয়া, বিলমাড়িয়া, এলাকার গ্রাহকদের বকেয়া বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান পরিচালনা করা হয়। সোমবার ১২৩ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রেজাউল করিম আরও বলেন, লালপুরে পবিস-এর অধীন ৩০০.৩১ বর্গ কিলোমিটার এলাকায় বিদ্যুতায়িত ২ হাজার ১৭টি গ্রামে লাইন রয়েছে ৯৬৫ কিলোমিটার। ২০২০-২০২১ অর্থ বছরের ৭০ হাজার ৬০৯ জন গ্রাহকের বিল ৩৬ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ২৫৭ টাকা। আদায়ের হার ৯৮.৮৬% এবং চলতি বছরের ডিসেম্বরে মাস পর্যন্ত সিস্টম লস ৭.৮৭%।