নাটোরে ফার্মাসিস্টসহ ছয়জনের করোনা শনাক্ত, মোট ২৫০

নাটোরে একজন ফার্মাসিস্টসহ আরও ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৫০ জন কোভিড-১৯ রোগে সংক্রমিত হন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগ থেকে সোমবার বিকেলে নাটোর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো প্রতিবেদনে ছয়টি নমুনা পজিটিভ এসেছে। এর মধ্যে রয়েছেন নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট স্বদেশ চন্দ্র সরকার, নাটোর সরকারি এন এস কলেজের সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেন ও তাঁর স্ত্রী বিলকিস আক্তার। সবাই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বলেন, আজ সোমবার পর্যন্ত জেলায় ২৫০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে, ১৬৪ জন হোম আইসোলেশনে আছেন। সংক্রমিতদের মধ্যে এ পর্যন্ত ৮২ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন একজন।