নাটোরে কর্দমাক্ত রাস্তায় পিকআপ উল্টে ৭০০ হাঁসের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নটোরের সিংড়া উপজেলার সিংড়া-তাড়াশ আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় কর্দমাক্ত রাস্তায় পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে হাঁসভর্তি একটি পিকআপ খাদে পড়ে ৭ শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে। এতে উজ্জল হোসেন নামের এক খামারীর ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আজ বৃহষ্পতিবার(২৮শে মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খামারী উজ্জল হোসেন সম্প্রতি একটি বেসরকারী ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন হাঁসের খামার করার জন্য। ঋণের টাকায় সিংড়া সীমান্তবর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রাণীরহাট থেকে ১ হাজার ৬০০ হাঁস কিনে নিয়ে পিকআপ ভর্তি করে সিংড়া ফিরছিলেন। পথিমধ্যে দূর্গাপুরের নিকটে পিকআপটি পৌছালে কর্দমাক্ত রাস্তায় পিছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে হাঁসের পিকআপটি উল্টে খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই ৭ শতাধিক হাঁসের মৃত্যু হয়।
ক্ষতিগ্রস্ত খামারী উজ্জল হোসেন বলেন, ‘প্রতিটি হাঁস ৪০০ থেকে ৪৫০ টাকা দরে কিনেছিলাম। দুর্ঘটনায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে হাঁসগুলো কিনেছিলাম। এখন নিঃস্ব হয়ে গেলাম।’
স/আর