নাটোরে উমা চৌধুরী, বাগাতিপাড়ায় শরিফুল মেয়র নির্বাচিত

নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন উমা চৌধুরী ও বাগাতিপাড়ায় মেয়র হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম। রবিবার রাতে বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষে সংশ্লষ্ট রিটার্নিং অফিসার মো. আসলাম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উমা চৌধুরী জলি ২০ হাজার ৬৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত) শেখ এমদাদুল হক আল মামুন পেয়েছেন ১৩ হাজার ৭৮২ ভোট।

এদিকে স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম লেলিন (বিএনপি থেকে বহিষ্কৃত) ২২৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ময়মূর সুলতান পেয়েছেন ২১৮৮ ভোট।

বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্তি বিভাগীয় নির্বাচন কর্মকর্তা আহমদ আলী এ ফলাফল ঘোষণা করেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ