নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালন

নাটোর প্রতিনিধি :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুঠিত হয়েছে। আজ বুধবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে নাটোর নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের এমপি রত্না আহমেদ নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করে। পরে জেলা প্রশাসকের মিলনায়তনে এক আলোচনা সভা অনুঠিত হয়।
আলোচনা সভায় নাটোর জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর নওগাঁ সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ,স্থানীয় সরকার উপ-পরিচালক আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার,  নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি,পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শারমিন শাপলাসহ অন্যান্যরা।
অন্যদিকে, নাটোরে নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তারের নেতৃত্বে নলডাঙ্গা উপজেলা চত্বর থেকেও একটি শোভাযাত্রা বের হয়।পরে ডাকবাংলো চত্বরে ইউএনও রোজিনা আক্তার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শিরিন আক্তার, নলডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, উপজেলার আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মামুনুর রশিদ, উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শাহিনুর খাতুন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার শামসুজ্জোহা,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তৌহিদা হক, বিপ্র বেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাজাহান আলী,এস আই সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।