রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাটোররে সিংড়ায় দু’ ভাই হত্যার ঘটনায় গ্রেফতার ৩

Paris
সেপ্টেম্বর ২৫, ২০১৬ ৩:৩৭ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:

নাটোররে সিংড়ায় সাবকে ইউপি সদস্য মোজাফর হোসনে মোজাই এবং হাসনে আলী নামে দুই ভাই হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রোববার ভোরে সিংড়া উপজেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শাজাহানপুর এলাকার আকবর আলীর ছলেে শামমি ফকরি ওরফে ভাগ্নে শামমি (৩১), সিংড়া উপজলোর বালুয়া-বাসুয়া এলাকার জায়দে আলীর ছলেে শাহাদত সরকার ওরফে ভুট্টু (৩৯) এবং বড়গ্রাম এলাকার মৃত আব্দুল আজজিরে ছলেে রুহুল আমীন (৪৫)।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পরে কমান্ডার এএসপি মজিানুর রহমান জানান, গোপন সংবাদরে ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল রোববার ভোরে সিংড়া উপজলোর বাসুয়া এলাকা থকেে শামীম ফকরি ওরফে ভাগ্নে শামীম, শাহাদৎ হোসনে ভুট্টু ও রুহুল আমনিকে গ্রেফতার করে।

এর মধ্যে ভাগ্নে শামীম ও ভুট্টু দুই ভাইকে হত্যার সাথে জড়তি থাকার কথা স্বীকার করেছে।

রোববার দুপুরে আটককৃতদরে নাটোর র‌্যাব ক্যাম্পে সাংবাদকিদরে সামনে হাজরি করা হয়। এসময় শামীম ফকির ওরফে ভাগ্নে শামীম হত্যাকাণ্ডের পুরো ঘটনা র্বননা করেন।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর