নাচোলে ইএলএস’র ঈদ উপহার বিতরণ

নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তৃতীয় বারের মতো ইফেকটিভ লিডারসিপ সোসাইটি (ইএলএস) ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আটা, ডাল, তেল, চিনি এবং সেমাই।

করোনা প্রতিরোধে নাচোল (ইএলএস) সেচ্ছা সেবী সংগঠনটি হতদরিদ্র ও কর্মহীন মানুষের পাশে ইতো পূর্বে ২ বার চাল, ডাল, তেল আলু বিতরণ করেছেন।

সারা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের ফলে দেশে লকডাউন ঘোষণার প্রাক্কালে সংগঠনটি একশত পরিবারে চাল, ডাল, তেল,আলু বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয় হয়। পবিত্র রমজানুল মোবারকের প্রথম দিনেও একশ দুইটি পরিবারকে খাবার পৌঁছে দেয় এ সংগঠনটি । ঈদের পূর্ব মুহুর্তে পঞ্চাশটি গ্রামের দুইশত চৌদ্দটি পরিবারকে ঈদ উপহার হিসেবে আজ শুক্রবার বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন ইএলএস’র বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ।

সংগঠটির সভাপতি প্রকৌশলী আহমেদ আশিফ আখতার মন্জু, প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মোঃ আজিজুর রহমান জানান, এ- দুর্দিনে অসহায় মানুষের পাশে দাড়িয়ে ইএলএস সদস্যরা নাচোলে একটি নজিরবিহীন দৃষ্টন্ত স্থাপন করেছেন।

তারা বলেন, এ দুর্ভিক্ষের সময় সকল অসহায় ও কর্মহীন মানুষের পাশে সকল সেচ্ছাসেবী সংগঠনকে এভাবে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন।

ম/অ

আরো পড়ুন …

গোমস্তাপুরে পুলিশ সদস্যসহ ৩ করোনা রোগী শনাক্ত