নাক দিয়ে করোনার টিকার ট্রায়াল দিলেন পুতিন

করোনার স্পুটনিক টিকার নতুন একটি ধরন রফতানি করার পরিকল্পনা করছে রাশিয়া। এই ধরনটি মূলত নাক দিয়ে নেওয়া হয়। ইতিমধ্যে নাক দিয়ে স্পুটনিক টিকার বুস্টার ডোজ পরীক্ষামূলক প্রয়োগ হিসেবে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার পক্ষ থেকে এসব কথা বলা হয়।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, স্পুটনিক ভি টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর তিনি বুস্টার ডোজ নিয়েছেন। কারণ, তার অ্যান্টিবডির মাত্রা কমে গিয়েছিল।

রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানান, তারা করোনার স্পুটনিক টিকার নাকে ব্যবহারের ধরন বিশ্বের অন্যান্য দেশে রফতানি করবে। আগামী বছর এই রফতানি শুরু হতে পারে।

স্পুটনিক ভি টিকার মূল সংস্করণ হলো দুই ডোজের ইনজেকশন। এই টিকা এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সিও এই টিকার অনুমোদন দেয়নি। এমন অবস্থায় রাশিয়া স্পুটনিক ভি টিকার নাকে ব্যবহারের ধরন নিয়ে কাজ করার কথা জানাল। এই টিকা এখনো রাশিয়ায় পরীক্ষার (ট্রায়াল) পর্যায়ে আছে।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন