নাইম-মুশফিকের ফিফটিতে ১৭১ রানের পুঁজি টাইগারদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭২ রানের টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান সংগ্রহ করেছে টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ৪০ রান এনে দেন লিটন-নাঈম। এরপর বিদায় নেন ১৬ বলে ১৬ রান করা লিটন। সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান, ফিরে গেছেন ৭ বলে ১০ রান করে।

৫৬ রানে দুই উইকেট হারানোর পর হাল ধরেন নাঈম ও মুশফিক। দুজনই তুলে নেন ফিফটি। নাঈম শেখ ৫২ বলে ৬২ রান করে সাজঘরে ফিরেন। বিশ্বকাপে এটি নাঈমের দ্বিতীয় ফিফটি। এর আগে প্রথম রাউন্ডে ওমানের বিপক্ষে ম্যাচে ৫০ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার।

অফ-ফর্মে থাকা মুশফিকুর রহীমের ব্যাটও হেসেছে আজ। ৩৭ বলে ২ ছক্কা ও ৫ চারের সাহায্যে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক মাহমুদ উল্লাহও অপরাজিত ছিলেন, ৫ বলে ১০ রান করে।

শ্রীলঙ্কার পক্ষে চামিকা করুণারত্নে, বিনুরা ফর্নান্ডো ও লাহিরু কুমারা একটি করে উইকেট লাভ করেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ