নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৪

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় কোগি রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হয়েছেন। বুধবারের এ হামলার জন্য সাম্প্রদায়িক সহিংসতাকে দায়ী করছে দেশটির পুলিশ।

এ ব্যাপারে রাজ্য পুলিশ কমিশনার ইদি আয়ুবা এক বিবৃতিতে জানান, কোতন-কারফে এলাকার আগবুদু গ্রামে রাতে চালানো এ হামলায় আরও ছয়জন মারাত্মক আহত হয়েছেন।

তিনি বলেন, সেখানে মরদেহগুলো নিতে যারা গিয়েছিল আমি তাদের সঙ্গে সেখানে ছিলাম। এ হামলার ব্যাপারটি জানতে আমরা অনেকের সাথে কথা বলেছি।

তিনি জানান, নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য। ওই পরিবারের কেবলমাত্র একজন সদস্য জীবিত রয়েছে।

আয়ুবা আরও বলেন, এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। জমির অধিকার সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন