নাইজেরিয়ায় চার্চে পদদলিত হয়ে নিহত ৩১

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

নাইজেরিয়ার একটি চার্চে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে পোর্ট হারকোর্ট শহরে এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

রিভার রাজ্যের পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো বলেন, স্থানীয় সময় শনিবার ভোরে চার্চে খাবার নিতে গিয়ে কয়েকশ’ মানুষ জড়ো হয়েছিল। এ সময় চার্চের গেট ভেঙে পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়।

নাইজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম পাঞ্চ এর আগে জানিয়েছিল, পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলি ‘শপ ফর ফ্রি’ চ্যারিটি ইভেন্টের জন্য প্রচুর মানুষ জড়ো হয়েছিল। সেখানে খাবার পেতে শুক্রবার থেকেই অনেক মানুষ অপেক্ষমাণ ছিল বলে পাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে।

হতাহতদের স্থানীয় পোর্ট হারকোর্ট সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

 

সুত্রঃ যুগান্তর