নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমএসএস (১ বছর ও ২ বছর মেয়াদী) মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর,২০২১) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর মতিহারের চৌদ্দপাই-এ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট কথাশিল্পী, নারী উদ্যোক্তা ও নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মকসুদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক ড. স্বপ্না খাতুন, কো-অর্ডিনেটর দোলন চক্রবর্তী এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের শিক্ষক লাবন্য সাহা। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল, ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করেন।

স/রি