সিল্কসিটিনিউজ ডেস্ক :
আইসল্যান্ডে ইউক্রেন-নর্ডিক সম্মেলন শুরু হয়েছে। সেখানে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্মেলনে জেলেনস্কি দুটি বিষয়ের ওপর জোর দিয়েছেন।
একটিতে শীতে যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাধারণ মানুষকে ঠাণ্ডা মোকাবিলায় সাহায্যের ব্যাপারে নর্ডিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
আরেকটি বিষয়ে আলোচনা হয়েছে, সেটি হলো- ইউক্রেনের বিজয় কৌশল নিয়ে। যদিও আগেই জেলেনস্কি এ বিজয় কৌশলের কথা ঘোষণা করেছিলেন।
ইউক্রেনের দাবি, রাশিয়াকে হারিয়ে এ যুদ্ধে ইউক্রেন জয়লাভ করবে। সেই নিরিখে তারা একটি বিজয় কৌশল তৈরি করেছে। নর্ডিক নেতাদের সেই কৌশল বিস্তারিতভাবে জানিয়েছেন জেলেনল্কি।
এদিকে দক্ষিণ কোরিয়া সম্প্রতি জানিয়েছে, রাশিয়া উত্তর কোরিয়ার সেনাকে এ যুদ্ধে কাজে লাগাচ্ছে। অভিযোগে জানা গেছে, উত্তর কোরিয়ার এক সেনা কর্মকর্তা ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে দাঁড়িয়ে যুদ্ধ পরিচালনা করছেন। যদিও এ তথ্যের কোনো নির্দিষ্ট সূত্র এখনো পর্যন্ত মেলেনি।
সম্প্রতি জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আটক সেনা এবং বিরোধীদের ওপর ভয়াবহ অত্যাচার চালানো হয় রাশিয়ার জেলে। দেশের ভেতর যারা রাশিয়ার বিরোধিতা করছে, তাদের সঙ্গেও একই কাজ করা হচ্ছে। মানবাধিকারের তোয়াক্কা না করে এ কাজ দিনের পর দিন রাশিয়া চালিয়ে যাচ্ছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী রাশিয়ায় এমন রাজনৈতিক বন্দির সংখ্যা অন্তত এক হাজার সাতশ। কিছুদিন আগেও এই সংখ্যাটি ছিল এক হাজার তিনশ। এছাড়া বিরাট সংখ্যক ইউক্রেনের নাগরিককে রাশিয়া আটক করেছে। এর মধ্যে ইউক্রেনের সেনাও আছে। এদের ওপর ভয়াবহ অত্যাচার চালানো হচ্ছে বলে জানা গেছে।
পুতিনবিরোধী নাভালনির স্ত্রী যা বলেন
রাশিয়ায় পুতিনবিরোধীদের বলা চল মুখপাত্র ছিলেন নাভালনি। তার মৃত্যু হয়েছে জেলে। সম্প্রতি তার স্ত্রী একটি সাক্ষাৎকারে বলেছেন, তিনি জানেন না পুতিনকে কিভাবে হারানো সম্ভব, বা আদৌ সম্ভব কিনা। বিশ্বনেতারাও জানেন না কিভাবে পুতিনকে সরানো সম্ভব; কিন্তু প্রতিদিন এই চেষ্টা চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন নাভালনির স্ত্রী।
সূত্র: যুগান্তর