বুধবার , ১০ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নরসিংদীতে সরকারি খাদ্য গুদামের ১০৪২ বস্তা চাল জব্দ

Paris
আগস্ট ১০, ২০১৬ ১০:৩৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নরসিংদীর মনোহরদীতে লোকনাথ ভাণ্ডার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম থেকে সরকারি খাদ্য গুদামের ১ হাজার ৪২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ শামীম কিবরিয়া অভিযান চালিয়ে এ সব চাল জব্দ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলা সদরের লোকনাথ ভাণ্ডার থেকে ‘সরকারি খাদ্য গুদাম’ লেখা চালের বস্তা ট্রাকে তোলা হচ্ছিল।

খবর পেয়ে মনোহরদী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শামীম কিবরিয়া ও মনোহরদী থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন ওই গুদামে অভিযান চালান।

এ সময় ওই গুদাম থেকে ১ হাজার ৪২ বস্তা চাল জব্দ করা হয়। লোকনাথ ভাণ্ডারের মালিক বিষ্ণু সাহা বলেন, ‘আমি এ সব চাল বৈধভাবে কিনে রেখেছি।’

মনোহরদী উপজেলা খাদ্য কর্মকর্তা মো. বুলবুল হোসেন বলেন, সরকারি চালের বস্তা বাইরে বিক্রি ও বহন সম্পূর্ণ অবৈধ।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শামীম কিবরিয়া বলেন, ৫০ কেজি ওজনের ১ হাজার ৪২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়