সোমবার , ৩১ অক্টোবর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নরসিংদীতে বোমা বিস্ফোরণে আহত ৮

Paris
অক্টোবর ৩১, ২০১৬ ৭:২২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নরসিংদী সদর থানার আলোকবালি গ্রামের একটি বাসায় বোমা বিস্ফোরণে ৮ জন আহত হয়েছে। এরমধ্যে ৫ জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া অন্য তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে তিনজনকে রাত ১টার দিকে ঢামেকে আনা হয়। এদের সারা শরীরে বোমার স্প্রিন্টারের আঘাত রয়েছে।

 

ঢামেকে চিকিৎসাধীন তিনজন হলেন জুয়েল (৩৫), তবু মিয়া (২৫) ও নাইম (২৪)। অন্যদিকে নরসিংদীতে চিকিৎসাধীনরা হলেন-জলিল, কাওসার, হানিফা, বেদন ও সুমন।

 

আহত জুয়েলের ভাই মাজহারুল জানান, সন্ধ্যায় তারা আলোকবালি গ্রামের একটি ঘরে বসে তাস খেলছিল। এরপর কী ঘটেছে তা আমার জানা নেই।

 

নরসিংদী জেলা পুলিশ লাইনের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সালাম জানান, তিনজনের অবস্থা গুরুত্ব হওয়ায় তাদের চিকিৎসার জন্য ঢামেকে আনা হয়েছে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেননি।

 

সূত্র: বাংলা নিউজ

 

 

 

 

সর্বশেষ - জাতীয়