নতুন স্পিনার খুঁজতে ৩২ জন নিয়ে হেরাথের ক্যাম্প

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে স্পিনার নিয়ে ভুগতে হয়েছে বাংলাদেশকে। নাঈম হাসান ইনজুরিতে পড়ায় সাকিব-তাইজুলকে নিয়েই খেলতে হয়েছে। তৃতীয় স্পিনার মোসাদ্দেক কোনো ভূমিকা রাখতে পারেননি। এবার নতুন স্পিন প্রতিভা অন্বেষণে ৩২ জনকে নিয়ে স্পিন বোলিং ক্যাম্প শুরু করতে যাচ্ছেন জাতীয় দলের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ।

মিরপুর শেরে বাংলায় আগামীকাল রবিবার থেকে বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। ৩২ জনের এই ক্যাম্পে আছেন সানজামুল ইসলাম, জুবায়ের হোসেন, নাজমুল ইসলাম অপুর মতো স্পিনাররা। আবার এমন কিছু নাম আছে, যারা রীতিমতো অপরিচিত তরুণ প্রতিভা। তাদের কেউ ঢাকার ক্লাব ক্রিকেটে খেলেন, আবার কেউ কোনো পর্যায়ের ক্রিকেটেই খেলেননি। জাতীয় দলের নির্বাচক এবং রঙ্গনা হেরাথ এই অচেনা ক্রিকেটারদের থেকেই নতুন সম্ভাবনাময় স্পিনারদের খুঁজে বের করতে চান।

স্পিন ক্যাম্পে যারা ডাক পেয়েছেন: জুবায়ের হোসেন লিখন, রকিবুল হাসান, তানভির ইসলাম, হাসান মুরাদ, নাজমুল হোসেন অপু, রায়হান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, রনি চৌধুরি, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ রনি, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহরাব অহিন, আবু হাশিম, আরিফুল জনি, এসকে অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারি, তুষার মিয়া, অনিক, তাজ মোহাম্মদ এহতেশাম মাহমুদ, স্বাধীন ইসলাম, রুবেল, শাহাদত হোসেন সবুজ, নাঈম হোসেন সাকিব, আকাশ, অমিত মল্লিক এবং মুজাক্কির।

 

সুত্রঃ কালের কণ্ঠ