নতুন চূড়ায় অশ্বিন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

টেস্টে দ্রুততম ২০০ উইকেট প্রাপ্তির তালিকায় দ্বিতীয় স্থানে নাম লিখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চলমান কানপুর টেস্টের চতুর্থ দিনে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে (২৫) ফিরিয়ে এমন কীর্তি গড়েন ভারতীয় অফস্পিনার।

 

এ পরিসংখ্যানে সবার শীর্ষে প্রয়াত অস্ট্রেলিয়ান লেগস্পিনার ক্ল্যারি গ্রিমেত। কিন্তু, ওয়েস্ট ইন্ডিজ সফরে দু’টি বৃষ্টিবিঘ্নিত টেস্টে গ্রিমেতকে ছাড়িয়ে যাওয়ার ভালো সুযোগ ছিল অশ্বিনের। ক্যারিয়ারের ৩৭তম টেস্টে ২০০তম উইকেট উদযাপনে মাতেন তিনি। যেখানে গ্রিমেতের লেগেছিল ৩৬ ম্যাচ।

 

অশ্বিনের আগে ভারতের হয়ে টেস্টে দুইশ’ উইকেট প্রাপ্তিতে দ্রুততম ছিলেন হরভজন সিং (৪৬)। সব মিলিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেনিস লিলি। সমান ৩৮ ম্যাচে এ সংখ্যক উইকেট শিকার করেছিলেন সাবেক পাকিস্তান তারকা ওয়াকার ইউনুস। দক্ষিণ আফ্রিকান ‘গতিদানব’ ডেল স্টেইন ক্যারিয়ারের ৩৯তম ম্যাচে ২০০ উইকেটের অভিজাত ক্লাবে প্রবেশ করেন।

 

এমন চূড়ায় উঠতে ১৮ ম্যাচে পাঁচটি বা তার বেশি ও চারবার ১০ বা তার বেশি উইকেট লাভ করেন অশ্বিন। সাদা পোশাকে ভারতীয়দের মধ্যে তার চেয়ে বেশি কেউই ম্যান অব দ্য সিরিজ অ্যাওয়ার্ড জিততে পারেননি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কম যান না। এ ফরমেটে তার রয়েছে চারটি সেঞ্চুরি।

সূত্র: বাংলা নিউজ