নতুন কোচকে নিয়ে যা বললেন অধিনায়ক জামাল ভূঁইয়া

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে হুট করে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অস্কার ব্রুজোনকে। অন্যদিকে জেমি ডে’কে এখনও বরখাস্ত করা হয়নি। এমতাবস্থায় আজ বৃহস্পতিবার সাফ ফুটবল উপলক্ষে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সেখানেই সবার সঙ্গে পরিচিত হয়েছেন অস্কার ব্রুজোন। এরপর পাসিং, বলের নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেছেন। অনুশীলন শেষে অধিনায়ক জামাল ভূঁঁইয়া জানালেন নতুন কোচ সম্পর্কে তার মতামত।

সাংবাদিকদের জামাল ভূঁইয়া বলেন, ‘প্রথম দিন পরিচয়পর্ব হয়েছে। কোচ তার পরিকল্পনা, আমরা কিভাবে খেলব, উনি আমাদের কাছে কি চান, সেটা বলেছেন। আমরা সবাই চেষ্টা করব। আমাদের ভালো একটা গ্রুপ আছে। আমরা একে অন্যকে জানি। আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি। ফলে নিজেদের মধ্যে জানাশোনা আছে এবং এটা ভালো একটা দিক। দলে যারা নতুন তাদেরকে অস্কার তার পরিকল্পনা ব্যাখ্যা করেছে। কি করতে হবে, ও কি চায়, সেগুলো জানিয়েছে।’

সেই পুরনো ৪-৩-৩ ফরমেশন ফিরিয়ে আনা প্রসঙ্গে উচ্ছাস প্রকাশ করে জামাল বলেন, ‘ব্রুসন শেষ তিন বছর বাংলাদেশে কাজ করছে। সে সব খেলোয়াড়দের চেনে। খেলোয়াড়রা কিভাবে খেলে, কেমন আচরণ করে সবকিছু সে জানে। যখন আমরা জেমির অধীনে শুরু করেছিলাম, তখন ৪-৩-৩ ফরমেশনে ছিল। এই ফরমেশনে ফেরা আমার জন্য ভালো হয়েছে। জেমির অধীনে শেষ ম্যাচগুলোয় আমরা খেলেছি ৩-৪-৩ ফরমেশনে। লিগে কেউ এই ফরমেশনে খেলে না। মোহামেডান সম্ভবত এই ফরমেশনে খেলে, কিন্তু অধিকাংশ দলই এই ছকে খেলে না।’

 

সূত্রঃ কালের কণ্ঠ