বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নতুন উপদেষ্টারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন : মাহফুজ

Paris
নভেম্বর ১৩, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন। এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারাও এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্যে শামিল হবেন। কোনো রকম সংশয়, সন্দেহ থাকলে তা কাজের মাধ্যমে প্রমাণ করা হবে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মওলানা ভাসানী পাঠচক্রের আয়োজনে জাতীয় নাগরিক কমিটি টাঙ্গাইল জেলা শাখার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ভাসানীর মাজার জিয়ারত করেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জনগণের নির্বাচিত সরকার। জনগণের প্রতিনিধিত্ব করছি আমরা।

জনগণের পক্ষের এবং এই দীর্ঘ লড়াইয়ের যারা সপক্ষে আছে, তাদের নিয়েই আমাদের এই সরকার গঠন করার পরিকল্পনা এবং সরকার ওইভাবেই চলমান আছে।’
এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আন্তর্জাতিক পর্যায়ের সারা দেশে ৯টা স্টেডিয়াম আছে, সেগুলোতে কখনো কখনো আন্তর্জাতিক খেলা হতো। তা ছাড়া কিছু কিছু মাঠ আছে, যেগুলো ২৬ বছর আগে খেলা হয়েছে; তারপর আর ব্যবহার করা হয়নি। সেগুলো সংস্কারের মাধ্যমে প্রথমে ব্যবহারযোগ্য করে রিভাইভ করতে পারি, খেলার উপযুক্ত করতে পারি।

তিনি বলেন, জেলা, উপজেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠন চলছে। আমরা জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে একদম প্রান্তিক পর্যায়ে খেলাধুলাকে পৌঁছে দেওয়ার কথা বলেছি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি, ভাবুক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আনোয়ারুল আলম আখন্দ, জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

আলোচনাসভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: কালের কণ্ঠ