নগরীর ৫নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ বিভাগের স্থায়ী কমিটির সহযোগিতায় দুই হাজার বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বৃক্ষরোপন করেন রাজশাহী সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

এসময় উপস্থিত ছিলেন, অবঃ ডিজিএম সোনালী ব্যাংক লি. মনোয়ার হোসেন সেলিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, রাসিক সংরক্ষিত জোন কাউন্সিরর মোসা. আয়েশা খাতুন নাদিরা।

আরও উপস্থিত ছিলেন, দিগন্ত প্রসারী সংঘ সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় অব. অধ্যক্ষ পারভেজ আলম সহ অত্র ওয়ার্ডের ছাত্র ও যুবসমাজ।

আগামী বর্ষা মৌসুমের আগে প্রায় দুই হাজারের অধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জি/আর