শনিবার , ১ জুন ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নগরীতে সরঞ্জামাদিসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার

Paris
জুন ১, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন এনায়েত হোসেন (২৬), মো: সাব্বির হোসেন (২১), মো: সোহাগ আলী (২১), মো: রবিন হোসেন (২২) ও মো: সোহাগ হোসেন (২১)। তারা সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।

নগর পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিবাগত  রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাত সাড়ে ১০ টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর