প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিসকে রাজশাহীর উপব্যবস্থাপক মাহবুবর রহমান। প্রশিক্ষণের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন রংপুর ও রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক প্রকৌ. আজাহারুল ইসলাম।
এ সময় রিসোর্স পার্সনদের মধ্যে উপস্থিত ছিলেন, শিসকে বিসিক রাজশাহীর উপব্যবস্থাপক আব্দুল কুদ্দুস, জরিপ ও তথ্য কর্মকর্তা আকমল হোসেন, সহকারী প্রকৌ. জামাল হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা তাসকিন মহল। প্রশিক্ষণ কোর্সের কোঅডিনেটর হিসেবে দ্বায়িত্ব পালন করছেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম।
রোববার শুরু হওয়া তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সটি আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হবে। প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচে মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।
প্রসঙ্গত, শিল্প স্থাপনে শিল্পোদ্যোক্তাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই জন্য উদ্যোক্তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও অনুশীলনের একান্ত প্রযোজন। তাই বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পায়নে শিল্পোদ্যোক্তাদের চিহ্নিত করে তাদের প্রশিক্ষণের আয়োজন করে।
স/শ