নাটোর

নকল প্রসাধনী তৈরি, জরিমানা ৩ লাখ ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে নকল প্রসাধনী তৈরির অভিযোগে ‘শুভ এন্টার প্রাইজ’ নামের প্রতিষ্ঠানের মালিককে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ ‍জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার সদর থানার হালসা ইউনিয়নে র‌্যাব-৫-এর অভিযানে এ জরিমানা করা হয়। পাশাপাশি নকল প্রসাধনী জব্দ করা হয়।

র‌্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, রাজশাহীর একটি অপারেশন দল আজ রাত রাত ১২টা থেকে রাত দুইটা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এবং নাটোর জেলা কার্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর অংশ নেন।

এতে নাটোর জেলার সদর থানাধীন হালসা ইউনিয়নের ফুলশর গ্রামের মো. ফয়েজ উদ্দিনের (৬১) বসতবাড়ীতে অবৈধ প্রক্রিয়ায় নামী-দামী এবং দেশী-বিদেশী বিভিন্ন ব্যান্ডের নকল প্রসাধনী প্রস্তুত করণের দায়ে ‘শুভ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. মহিউদ্দিন কাজলকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জি/আর