নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল লাইফ সাপোর্টে 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:


শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরা‌ফিল আলমকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।শনিবার (২৫ জুলাই) রাত ১০ টায় এমপি ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিউটি বিষয়টি নিশ্চিত করেছেন।এমপির স্ত্রী সুলতানা পারভীন বিউটি বলেন, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন ইসরাফিল আলম। গত ৬ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত চিকিৎসার জন্য উনাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষ কিছুটা সুস্থ হলে গত ১২ তারিখে বাসায় নিয়ে আসা হয়।

বাসায় আসার পরে ১৭ তারিখে কাশির সাথে রক্ত বের হচ্ছিল। ঐদিনে আমরা তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) রাত ১১ টায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় উনার শ্বাস কষ্ট হচ্ছে তাই ভেন্টিলেশন রাখতে হবে। শুক্রবার থেকে উনি ভেল্টিনেশনে আছেন।

সাংসদের স্ত্রী আরও জানান, বর্তমানে এমপি ইসরাফিল আলমের অবস্থা সংকটাপন্ন। এমপি ইসরাফিল আলমের সুস্থতার জন্য সংসদীয় আসনের মানুষসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী সুলতানা পারভীন বিউটি।

স/রা