নওগাঁ সদর ও রাণীনগরে ইউপি নির্বাচন: ১১টিতে আ’লীগ, ৫টি বিদ্রোহী ও চারটি স্বতন্ত্র

 নওগাঁ ও রাণীনগর প্রতিনিধি:


নওগাঁ সদর ও রাণীনগর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১১টিতে আওয়ামী লীগ, ৫টি আওয়ামী লীগের (বিদ্রোহী) ও চারটি বিএনপিপন্থি স্বতন্ত্রপ্রাথীরা জয়লাভ করেছেন।

এর মধ্যে সদরের বকতারপুর ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) সারোয়ার কামাল চঞ্চল, কীর্স্তিপুর ইউপিতে আওয়ামী লীগের (বিদ্রোহী) নাজমুল হক হান্নান, বর্ষাইল ইউপিতে আওয়ামী লীগের শহিদুল ইসলাম, বোয়ালিয়া ইউপিতে আওয়ামী লীগের আফেলাতুন নেসা, হাঁপানিয়া ইউপিতে স্বতন্ত্র (বিএনপি) দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, তিলকপুর ইউপিতে আওয়ামী লীগের রেজাউল করিম, হাঁসাগাজী ইউপিতে আওয়ামী লীগের (বিদ্রোহী) জসীম উদ্দিন, সেলগাছী ইউপিতে আওয়ামী লীগের (বিদ্রোহী) মোয়াজ্জেম হোসেন, ধুপুলহাটি ইউপিতে আওয়ামী লীগের (বিদ্রোহী) মোখলেসুর রহমান আজম, বলিহা ইউপিতে আওয়ামী লীগের মাসরেফুর রায়হান মাহিন, চন্ডিপুর ইউপিতে আওয়ামী লীগের খুরশিদ আলম রুবেল, শিকারপুর ইউপিতে আওয়ামী লীগের কাজী রুকুনুজ্জামান।

এছাড়া রাণীনগর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে বিজয়ীরা হলেন- খট্টেশ্বর ইউপিতে আওয়ামী লীগের চন্দ্রনা শারমিন রুমকি, কাশিমপুর ইউপিতে স্বতন্ত্র (বিএনপি) মোখলেসুর রহমান বাবু, গুনা ইউপিতে আওয়ামী লীগের আব্দুল খালেক, পারউল ইউপিতে স্বতন্ত্র (বিএনপি) জাহিদুর রহমান, কালিগ্রাম ইউপিতে আওয়ামী লীগের (বিদ্রোহী) আব্দুল ওহাব চাঁন, বড়গাছা ইউপিতে আওয়ামী লীগের আব্দুল মতিন, একডালা ইউপিতে শাহজাহান আলী, মিরাট ইউপিতে আওয়ামী লীগের হাফেজ মো. জিয়াউর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৮ টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। ফলাফল পাওয়া গেজে দুটি ইউনিয়নের। রহনপুর ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) মনিরুজ্জামান, গোমস্তাপুর ইউনিয়নে নৌকার প্রার্থী জামাল উদ্দিন
নির্বাচিত হয়েছেন।

স/আ