নওগাঁ ধামইরহাট সীমান্তে দুই চোলাচালানী আটক


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট সীমান্তে ২০৬ বোতল ফেনসিডিল, ৫৯টি বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। সেই সাথে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে দুই চোরাচালানীকে আটক করেছে বিজিবি।

এব্যাপারে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এস.এম নাদিম আরেফিন সুমন, পিএসসি জি বলেন,শুক্রবার (১৭সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার চকচন্ডী বিওপির একটি টহলদল পুস্তইল গ্রামের মাঠে অভিযান চালায়।

অভিযানে মালিকবিহীন ১৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। অপরদিকে একই রাতে চকিলাম বিওপির টহলদল বাসুদেবপুর গ্রামে অভিযানে ৫০ বোতল ফেনসিডিল ও ৫৯ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

এদিকে শুক্রবার বিকেলে দুই চোরাচালানী অবৈধভাবে সীমান্ত পিলার ২৫৯ এর সাব পিলার ৮ এর নিকটে ভারতে প্রবেশের চেষ্টাকালে শিমুলতলী বিওপির টহলদল তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো, উপজেলার রসপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে আব্দুল গাফ্ফার (৫০) এবং একই গ্রামের মৃত আবু তালেবের ছেলে শুকুর আলী (৩৯)।

আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা। আটক আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে।

স/আর