নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুড়িহারী গ্রামের একটি বাড়ি থেকে ১৮টি গোখরা সাপ মারা হয়েছে। আজ শুক্রবার সকালে ও গত বৃহস্পতিবার ওই গ্রামের মোরশেদুল আলমের শোবার ঘর থেকে সাপগুলো বেরিয়ে আসে।
মোরশেদুল আলমের ছোট ভাই মোকসেদুল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার সময় তাঁর ভাবী (মোরশেদুল আলমের স্ত্রী) ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে শুয়ে ছিলেন। হঠাৎ এক সময় তিনি তাঁর পায়ের নিচে ঠান্ডা কিছু একটা অনুভব করেন। বিছানা থেকে উঠে তিনি টর্চ লাইট জ্বালিয়ে তাঁর পায়ের নিচে প্রায় এক হাত (১৮ ইঞ্চি) লম্বা একটা সাপের বাচ্চা দেখতে পান। সাপ দেখে তিনি ভয়ে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসেন। পরে তাঁরা ভাই ও প্রতিবেশিরা ছুটে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের আসবাবপত্রের ভেতর থেকে ৯টি গোখরা সাপের বাচ্চা পেয়ে সেগুলোকে মেরে ফেলা হয়। আজ শুক্রবার সকালে মাটির ঘরের মেঝে ও দেয়াল খুঁড়ে আরও ৯টি গোখরা সাপ বের হয়। সেগুলোকে মেরে ফেলা হয়। প্রতিটি সাপ প্রায় ১৮ থেকে ২০ ইঞ্চি দৈর্ঘ্যরে।
জোশনা বেগম বলেন, ‘বিছানার ওপর হঠাৎ করে সাপ দেখে আমি থতমত খেয়ে যাই। তারপর আমি ঘর থেকে বেরিয়ে এসে সবাইকে ডাকি।’
মোকসেদুল আলম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের ভেতর সাপ বের হওয়ার খবর পেয়ে আমরা ঘরের ভেতর সব আসবাবপত্র সরাতে থাকি। এতে ঘরের বিভিন্ন জায়গা থেকে সাপ বেরিয়ে আসে। সাপ বের হয়ে আসে আর মারতে থাকি। আজ সকালে ঘরের ভেতর সবগুলো গর্ত খুঁড়ে আরও সাপ বের হয়ে আসে।’
স/অ