মঙ্গলবার , ১১ জুলাই ২০১৭ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় বজ্রপাতে নিহত তিন, আহত এক

Paris
জুলাই ১১, ২০১৭ ১২:৩২ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে দুই আদিবাসী নারীসহ তিনজন নিহত, আহত হয়েছে একজন।

নিহতরা হলেন দুরপুর ইউনিয়নের আঘোর গ্রামের কছিমুদ্দিনের ছেলে আনজারূল ইসলাম (৩৫), উপজেলার পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের আদিবাসী বিরমল হেমরমের স্ত্রী তিন সন্তানের জননী লিলাবতী মারডী (৩৫) এবং সুতার মারডীর স্ত্রী দুই সন্তানের জননী গোলাপী মুর্মু (৩০)।

জানা যায় গতকাল সোমবার বেলা পৌনে ৫টার দিকে আঘোরের আনজারুল ইসলাম নিজ বাড়ীর সামনে ছাগল চরাচ্ছিল সেই সময় ১০০ গজ দুরে বজ্রপাত হলে আনজারুল ঘটনাস্থলেই মারা যায়।

অপরদিকে সাতঘরা গ্রামের লিলাবতী মারডী ও গোলাপী মুর্মু নিজ বাড়ীতে দেয়ালে মাটি লাগাচ্ছিল এমন সময় বজ্রপাত বাড়ীর টিন ছিদ্র করে ঘরের মধ্যে পড়লে তারাও ঘটনাস্থলেই মারা যায়। সে সময় বিশ্বনাথের স্ত্রী দুলালী মারডী আহত হয়।

এ বিষয়ে অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান বলেন, আমি অবগত হয়েছি। এখন বর্ষাকাল ঘন ঘন বজ্রপাতের ঘটনা ঘটবে। তাই সবাইকে সতর্কভাবে এবং নিরাপদে থাকার অনুরোধ জানাচ্ছি।

 

স/আ

 

সর্বশেষ - রাজশাহীর খবর