নওগাঁয় পুলিশসহ ১৪ জনের করোনা শনাক্ত

নওগাঁয় দুই পুলিশ সদস্যসহ গত ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে পাঠানো ফলাফলে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে নওগাঁ জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ১৪৮ জনে। এর মধ্যে ২৪ জন স্বাস্থ্যকর্মী এবং পুলিশ সদস্য ৩৩ জন।

নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে পাঠানো ১৩৪টি নমুনা পরীক্ষার ফলাফল গতকাল পাঠানো হয়। এর মধ্যে ১৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। এই ১৫ জনের মধ্যে একজন আগে আক্রান্ত কোভিড-১৯ রোগী। দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ এসেছে। বাকি ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং চারজন নারী। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় পুলিশসহ আটজন, মান্দা উপজেলায় দুজন, মহাদেবপুরে একজন, বদলগাছীতে একজন এবং ধামইরহাট উপজেলায় একজন আছেন।

নওগাঁয় কোভিড–১৯ রোগীদের মধ্যে ৮৮ জন সুস্থ হয়েছেন। দুজন মারা গেছেন। এ জেলায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয় গত ২৩ এপ্রিল।

জেলার সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, ঈদের পর থেকে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা লাফিয়ে বাড়তে শুরু করেছে। সাধারণ মানুষের পাশাপাশি জরুরি সেবাদান কাজে যুক্ত স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য ও সাংবাদিকেরা আক্রান্ত হচ্ছেন।

আরো পড়ুন …

করোনায় নওগাঁয় প্রথম মৃত্যু: সাংবাদিক নার্সসহ আক্রান্ত ১৩২