নওগাঁয় দাবী’র উদ্যোগে সাড়ে ৬০০ গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁর বদলগাছি উপজেলা’র বিলাসবাড়ি ইউনিয়নে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। পি কে এস এফ’র সমৃদ্ধি কর্মসূচীর আওতায় ওই ইউনিয়নের নাজিরপুর, দৌলতপুর ও চকসুকদেব গ্রামের ৬শ পরিবারের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চারা বিতরণ করেন।
চারা বিতরণ অনুষ্ঠানে উন্নত জাতের তেজপাতা, হাইব্রীড আমড়া, থাই পেয়ারা ও পেঁপের চারা বিতরণ করা হয়। এ সময় সমৃদ্ধি কার্যক্রমের সমন্বয়কারী আবুল কালঅম আজাদ, কৃষিবিদ রাজু আহম্মেদ, রোকোনুল ইসলাম, তামান্না ইয়াসমিন, মোতাহার হোসেন, মসিউর রহমান, তারিকুল ইসলাম, প্রতাপ সিংহসহ কর্মসূচীর স্বাস্থ্য পরিদর্শক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শা