নওগাঁয় কিশোর কিশোরী বক্সিং প্রতিভা অন্বেষণ সনদ বিতরন ও সমাপনী

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
“আজকের কিশোর আগামীর বক্সার, দেশ ও জাতির তোমাকেই দরকার” শ্লোগানে নওগাঁয় তৃনমুল থেকে বক্সিং প্রতিভা অন্বেষণ জেলা পর্যায়ে ৯দিন ব্যাপী বাছাই ও প্রশিক্ষন কার্যক্রমের সনদ বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের উদ্যোগে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্টি‘র নব নির্বাচিত সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার কমিটির আহবায়ক ইকবাল শাহরিয়ার রাসেল।
অন্যান্যের মধ্যে বক্সিং ফেডারেশনের প্রশিক্ষক মোশারফ হোসেন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশানের সভাপতি মামুনুর রহমান মামুন সাধারন সম্পাদক ইদু বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি জেলা পর্যায়ে ৮ জন বালক ও ৮জন বালিকা খেলোয়াড়কে সনদ পত্র বিতরণ করেন এবং এই ১৬জনকে ঢাকায় প্রশিক্ষনের জন্য ইয়েস কার্ড প্রদান করেন। সেখানে তাদের ২ মাস ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে ।
আয়োজিত এই অন্বেষণ কর্মসূচীতে প্রাথমিক পর্যায়ে জেলার প্রায় অর্ধশতাধিক কিশোর কিশোরী অংশ গ্রহন করেছে।
স/অ