নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪সেপ্টেম্বর) সকাল ১০টায় ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সংগঠনের ধামইরহাট শাখার সভাপতি কৃষিবিদ সুলতান মাহমুদের সভাপতিত্বে। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নওগাঁ জেলা সভাপতি প্রফেসর গোলাম রেজা সারোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক হাসমত আলী, ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, ধামইরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম বদিউল আলম প্রমুখ।

সঞ্চালনা করেন, কুলফৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

পরে কৃষিবিদ সুলতান মাহমুদকে সভাপতি এবং প্রধান শিক্ষক হারুনুর রশিদকে সম্পাদক মনোনীত করে ১১ জন উপদেষ্টা এবং ৪০জনসহ মোট ৫১ সদস্য বিশিষ্ট তিন বছরের জন্য ধামইরহাট উপজেলা কমিটি গঠন করা হয়।

স/আ২