ধোনিদের কাটা ঘায়ে নুন ছিটালেন শেবাগ

আইপিএলে টানা দুই ম্যাচ হেরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের অবস্থা এখন করুণ। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হার। তারপরে গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও হার হজম করতে হয়েছে আসরের হট ফেবারিট চেন্নাইকে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন তিন বারের শিরোপাজয়ী দলটির এমন অবস্থা দেখে খোঁচা মারতে ছাড়েননি সাবেক তারকা বীরেন্দ্র শেবাগ।

গতকাল শুক্রবার দিল্লির কারছে ৪৪ রানে হেরেছে চেন্নাই। টানা দুই ম্যাচেই সিএসকের ব্যাটিং একেবারেই ব্যর্থ। দুই ম্যাচেই ধোনিদের দেখে মনে হয়নি তাদের জেতার কোনো ইচ্ছা আছে। দিল্লির বিপক্ষে তাদের সংগ্রহ মাত্র ১৩১ রান। দিল্লির দুই স্পিনার অক্ষর প্যাটেল এবং অমিত মিশ্রর বোলিংয়ের চেন্নাইয়ের ব্যাটসম্যানরা দিশেহারা হয়ে পড়েছিল। সেই সঙ্গে দুই পেসার এনরিখ নর্তজে এবং রাবাদার বোলিংয়েরও মোকাবিলা করতে ব্যর্থ সিএসকে।

ধোনি নিজেকে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে তুলে এনেছিলেন। তাতেও ম্যাচের ভাগ্য বদলায়নি। আগের ম্যাচেও ২১৭ রান তাড়া করার কোনো ইচ্ছাই ফুটে ওঠেনি চেন্নাইয়ের ব্যাটসম্যানদের মধ্যে। শেষ পর্যন্ত ধোনির তিন ছক্কায় স্কোর ২০০ পৌঁছালেও ম্যাচে কার্যত কোনো প্রতিদ্বন্দিতাই হয়নি। এমন হারের পর ধোনিদের খোঁচা মেরে টুইটারে শেবাগ লিখেন, ‘চেন্নাইয়ের ব্যাটসম্যানরা তো খেলতেই পারছে না। পরের ম্যাচে গ্লুকোজ খেয়ে মাঠে নামতে হবে।’

 

সূত্রঃ কালের কণ্ঠ