ধামইরহাট সীমান্তে দুই বাংলার মানুষের মিলন মেলা


ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে দুই বাংলার হাজারো মানুষের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধীনে উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির বাংলাদেশ অভ্যন্তরে মেইন পিলার ২৫৬ এর সাব পিলার ৯ এর নিকট এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। করোনার কারণে স্বল্প পরিসরে  রবিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী এ মিলন মেলার আয়োজন করা হয়।

ওপার বাংলার বিএসএফ এর ১২২ ব্যাটালিয়নের অন্তর্গত জলঘর ও হরিবংশপুর বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

মিলন মেলায় বিএসএফ তাদের কাঁটা তারের দরজা খুলে দেয়। ভারতের হাজার হাজার মানুষ তাদের নাগরিকত্ব আধার কার্ড দেখিয়ে বাংলাদেশে প্রবেশ করে। মিলন মেলায দুই বাংলার কয়েক জেলার লোকজনের সমাগম ঘটে। বিশেষ করে নওগাঁ,জয়পুরহাট,বগুড়া ও রাজশাহী জেলার হাজার হাজার মানুষ মাইক্রো,কার,ভটভটি ও ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ে আসে। তবে ভারতের লোকজন বাংলাদেশে প্রবেশ করতে পারলেও বাংলার কোন লোক ভারতে প্রবেশ করতে পারেনি।

ভারতের গঙ্গরামপুরের সাহারা বানু বলেন,নওগাঁ জেলার মহাদেবপুর নান্দাস গ্রামে তাদের আত্মীয় স্বজনদের সাথে অনেক দিন পর মিলিত হতে পেয়ে আমরা খুব খুশি। জয়পুরহাটের মঙ্গলবাড়ী গ্রামের অনিতা বর্মণ বলেন,সীমান্ত খুলে দেওয়ায় অনেক দিন পর তার কাকা-কাকীদের সাথে দেখা সাক্ষাত হলো।

দুই বাংলার লোকজন তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাতের সাথে বিভিন্ন ধরণের উপহার সামগ্রী বিতরণ করেন। মিলন মেলা উপলক্ষে সীমান্তের কাঁটা তারের নিকটে বিভিন্ন পণ্য সামগ্রী কেনা বেচা হয়। আগ্রাদ্বিগুন বাজার থেকে সীমান্তবর্তী ওই মিলন মেলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা জুড়ে যানজট লেগে ছিল। তবে সীমান্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারী জোরদার করা হয়।

স/জে