ধামইরহাটে ৫৭ শতাংশ জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ৫৭ শতাংশ জমির আমন ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার(১৭ অক্টোবর) রাতে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামে ঘটনাটি ঘটেছ। এতে ওই কৃষকের প্রায় ৪৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। সুষ্ঠু বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

সংশ্লিষ্ট সূত্র জানায়,মইশড় গ্রামের মৃত আলিম উদ্দিনের স্ত্রী মর্জিনা খাতুন (৬২) এর মইশড় পূর্ব মাঠে শিবপুর মৌজার ৫৭ শতাংশ ধানী জমি রয়েছে। বর্তমান সন্তানদের নিয়ে মর্জিনা খাতুন বগুড়া সদরে বসবাস করেন। ওই জমি প্রায় ৭বছর ধরে স্থানীয় মইশড় গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে মো.মোজাম্মেল হক বর্গাদার হিসেবে চাষাবাদ করেন। এবার আমন মওসুমে স্বর্ণা-৫ জাতের ধান রোপণ করা হয়েছে। ধান গাছ থেকে শীষ বের হয়েছে। আগামী ২০-২৫ দিনের মধ্যে ধান পাকতে শুরু হতো। অন্যান্য বারের তুলনায় এবার ধানের ফলন ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু রবিবার ওই জমিতে রাতের আঁধারে কে বা কারা ক্ষতিকর আগাছানাশক বিষ স্প্রে করে। এতে জমির অধিকাংশ ধান গাছ সোনালী বর্ণ ধারণ করে মরে যেতে বসেছে। দূর থেকে বুঝা যাচ্ছে জমির সমস্ত ধান পেকে গেছে। এতে তার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ব্যাপারে বর্গাদার মো.মোজাম্মেল বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো.আশরাফুল ইসলাম বলেন,অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিকর আগাছা নাশক প্রয়োগ করায় ধান গাছগুলো মরে গেছে। বিষয়টি তদন্ত করছি। যারা এ সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেএ/এফ