ধামইরহাটে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধামইরহাট  প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদিবস ও ৪৯তম মহান বিজয়ী দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো.নুরুজ্জামান হোসেন,ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান,উপজেলা আ.লীগের সভাপতি দেলদার হোসেন,সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল

ইসলাম,ধামইরহাট সরকারি এম,এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুল আলম ফারুক,চকলময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খেলাল-ই-রব্বানী,ইউপি সদস্য

মো.কামরুজ্জামান,ধামইরহাট থানার পুলিশ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ,ফরমুদ হোসেন,ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ,সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, আবু হেনা মোস্তফা কামাল বাবু,হারুন আল রশীদ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু,উপজেলা শিল্পকলা একাডেমির প্রধান প্রশিক্ষক সঙ্গীত গুরু এমকে চৌধুরী

জিন্নাহ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার,সম্পাদক রামজনম রবিদাস,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন,মহিলালীগের সভাপতি আনজু আরা প্রমুখ।

স/আ.মি