ধামইরহাটে মামলার বাদীকে বেধড়ক পিটিয়েছে প্রতিপক্ষরা

All-focus

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে মামলা করায় ক্ষিপ্ত হয়ে বাদীকে বেধড়ক পিটিয়েছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত ঐতিহাসিক আলতাদিঘী গ্রামের জিল্লুর রহমান আলতাদিঘী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দোকানে বসে চা পান করছিল। এসময় প্রতিপক্ষ একই গ্রামের বজুলর রহমানের ছেলে আশরাফ হোসেন (৩২) সহ আরও চারজন জিল্লুর রহমানের উপর অর্তকিত হামলা চালায়। হামলায় জিল্লুর রহমান গুরুতর জখম হলে তাকে বাঁচানোর জন্য দুই ছেলে সেতু (১৯) এবং আদর (২৮) এগিয়ে আসলে তাদেরকেও পেটানো হয়। জিল্লুর রহমান বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

উল্লেখ্য জিল্লুর রহমান সাথে আশরাফ হোসেনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। গত ৩০ জুলাই জিল্লুর রহমান বাদী হয় আশরাফ গংদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। এতে আশরাফ গং ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটাতে পারে।

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, মারপিটের ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি। যেহেতু আগের দিন জিল্লুর রহমান একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় এ ঘটনার বিষয়টি উল্লেখ করা হবে।

 

এস/এ