ধামইরহাটে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীসহ পাঁচজনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাত ১০টায় দিকে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত দৌলতপুর গ্রামে পুলিশ অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আবু কাহার সিদ্দিক কে ৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

এছাড়া শুক্রবার দুপুরে ধামইরহাট পৌরসভার অন্তর্গত মালাহার গোপির মোড় নামক¯স্থান থেকে অটো রিক্সায় যাত্রী সেজে শরীরের বিভিন্ন জায়গায় ১০ বোতল ফেনসিডিল সাজিয়ে পাচারকালে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার বাসুদেবপুর গ্রামের নুর হোসেনের ছেলে নাজমুল বাবু রনি (২১),একই গ্রামের ছানাউল ইসলামের ছেলে রাসেল হোসেন (২০) এবং একজন কিশোর। এছাড়া আগ্রাদ্বিগুন দক্ষিণখন্ডা গ্রামের জসিম উদ্দিনের ছেলে মাদক মামলার পলাতক আসামী জুয়েল হোসেন (২৮) কে আটক করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

এ অভিযানে নেতৃত্বদেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন,পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এবং উপপরিদর্শক মহসিন আলীসহ অন্যরা। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

স/আ.মি