ধামইরহাটে দিনে দুপুরে স্বাস্থ্য কর্মকর্তার ল্যাপটপ ট্যাব ও নগদ অর্থ চুরি

ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার আবাসিক ভবনে চুরি সংঘটিত হয়। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস বসবাস করেন। বর্তমানে তিনি ছুটি রয়েছেন।

এব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরাফাত ইমাম বলেন, বাসায় কেউ না থাকার সুযোগে দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। চোরেরা ব্যক্তিগত কাজে ব্যবহারের তোশিবা কোম্পানী একটি ল্যাপটপ, ট্যাব এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়া পার্শের রুমের ডা.শিখা পাহানের দরজার তালা ভেঙ্গে চোরেরা ঘরে প্রবেশ করে। তবে ঘরে পোশাক ছাড়া অন্য কিছু না থাকায় কিছুু নিতে পারেনি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেখ খবর পাওয়া পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স/অ