ধামইরহাটে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষন অনুষ্ঠিত


ধামইরহাট  প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মোলিক প্রশিক্ষণ কর্মসূচী ১ম ধাপ অনুষ্ঠিত হয়েছে। দশ দিন ব্যাপী এ প্রশিক্ষণের অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ভিডিপি কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ কর্মসূচীতে ৬৪ জন যুব ও যুব মহিলা অংশ গ্রহণ করেন।

বুধবারের প্রশিক্ষণ সেশনে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজা,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো.মাহবুর রহমান,ভারপ্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাবজা খাতুন ইলা। পরবর্তীতে উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা উপজেলার ধামইরহাট ইউনিয়নের পূর্ব রুপনারায়ণ গ্রামের বিভিন্ন সবজি বাগান,কেঁচো সার,মাছ চাষ,মুরগী পালনসহ বিভিন্ন ধরনের প্রদর্শনী খামার পরিদর্শন করেন।

স/আ.মি