ধামইরহাটে কৃষকের মাঝে সুগন্ধি জাতের ধানবীজ বিতরণ

ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে কৃষকের মাঝে বিনামূল্যে সুগন্ধি নাবী জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ ধামইরহাটের অর্থায়নে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন ৭৫ জন কৃষকের মাঝে এ ধানবীজ বিতরণ করা হয়।

বন্যা ও অতি বৃষ্টিতে আমন ধানের উৎপাদন অব্যাহত রাখতে আপদকালীন আমন ধানের বীজতলা তৈরির জন্য এ কর্মসূচী নেয়া হয়েছে।

প্রত্যেক কৃষককে পৌনে ৫ কেজি করে আতব ধানের বীজ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আসাদুজ্জামান,সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.আলেফ উদ্ভিদ প্রমুখ।

উল্লেখ্য চলতি আমন মওসুমে এ উপজেলায় ১৯ হাজার ৭শত ৯০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স/অ