ধামইরহাটে আ.লীগ ও বিএনপির মনোনয়ন দাখিল

All-focus

ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচনে উৎসব মুখর পরিবেশের মধ্যে আ.লীগ ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার বিকেলে ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। অধিকাংশ প্রার্থী শেষ দিনে মনোনয়ন দাখিল করেন।

মেয়র পদে মোট তিন জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

দুপুরে আ.লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নৌকার প্রার্থী বর্তমান মেয়র মো.আমিনুর রহমান এবং দলীয় নেতৃবৃন্দকে নিয়ে ধানের শীষের প্রার্থী সাবেক পৌর প্রশাসক মো.মাহবুবার রহমান চৌধুরী চপল সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেনের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

এছাড়া সাবেক ইউপি চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা এড.মো.আইয়ুব হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। অপরদিকে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৭জন এবং তিনটি সংরক্ষিত আসনে ১৮জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। অধিকাংশ প্রার্থী বিপুল সংখ্যক সমর্থক নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

আগামী ৩ জানুয়ারী যাচাই বাছাই,১০ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহার এবং ৩০ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

স/জে