‘ধানক্ষেতে’ পাকিস্তানের ৩০০ করার রহস্য বুঝতে পারছেন না শান্ত

মিরপুর শেরে বাংলার উইকেট কখনই ব্যাটিং সহায়ক থাকে না, চলতি ঢাকা টেস্টেও তাই। যে কারণে এই মাঠকে ‘ধানক্ষেত’ বলে ডাকা হয়। এই পিচে খেলেই বৃষ্টিবিঘ্নিত ঢাকা টেস্টের চতুর্থ দিনে আজ মঙ্গলবার ৪ উইকেটে ৩০০ রান নিয়ে পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। এরপরই যেন উইকেটের রূপ বদলে যায়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ব্যাটাররা রীতিমতো টি-টোয়েন্টি স্টাইলে খেলতে শুরু করেন। ফলাফল ফলোঅনের শংকা নিয়ে চতুর্থ দিন শেষ করা।

আগামীকাল বুধবার পঞ্চম দিনে ফলোঅন এড়াতে আরও ২৫ রান করতে হবে টাইগারদের। নাহলে জুটবে ইনিংস পরাজয়ের লজ্জা। এদিকে ব্যর্থ টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত বুঝতেই পারছেন না, এই ধীর গতির উইকেটে কীভাবে তিনশ রান করল পাকিস্তান! দিনের খেলা শেষে তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা ৩০০ রান করার মত উইকেট। আরও কম রান হলে ভালো হত। স্পিনার ও পেসাররা যদি রান আরও কম দিত তাহলে ভালো হতো। পেসারদের যথেষ্ট সহায়তা ছিল।’

৭ উইকেটে ৭৬ রানে দিন শেষ করা বাংলাদেশ দল আবার ঘুরে দাঁড়াবে বলেও আশা করেন শান্ত। তিনি আরও বলেন, ‘আমরা আগে এর চেয়েও ভালো ক্রিকেট খেলেছি। আগের চেয়ে আমাদের ধারাবাহিকতা বেড়েছে। এমন নয় যে, আমাদের সামর্থ্য এই ম্যাচ বা গত ম্যাচের (চট্টগ্রাম টেস্ট) মতোই। আজকের দিনটা খারাপ ছিল, ভালো করতে পারিনি। তার মানে এই নয় আমাদের সামর্থ্য এতটুকুই। আমরা এর থেকে বড় বড় রানও করে এসেছি। এমন নয় যে সবাই অনেক বেশি আগ্রাসী খেলেছে। যে যে শট পারে সেটা খেলতে গিয়ে হয়তো বাস্তবায়ন হয়নি।’

 

সুত্রঃ কালের কণ্ঠ