শনিবার , ১ জানুয়ারি ২০২২ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ধর্ষণ ও হত্যায় অভিযুক্তকে চিহ্নিত করল কুকুর

Paris
জানুয়ারি ১, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ

ভারতের মহারাষ্ট্রের রায়গড়ের বোম্ব ডিটেকশন এবং ডগ স্কোয়াডের ট্র্যাকার কুকুর দারুণ কাজ করেছে। কুকুরটির নাম অস্কার। ডোবারম্যান জাতের ওই কুকুর রায়গড়ের সারপাঞ্চ গ্রামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার আসামিকে চিহ্নিত করেছে।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ধর্ষণ ও হত্যার প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে মাহাদ তালুক পুলিশকে সাহায্য করেছে ওই কুকুর।

রায়গড় পুলিশের কন্সটেবল দর্শন সাওয়ান্ত বলেছেন, অভিযুক্তের ব্যবহৃত কাঠের তক্তা শুঁকে অস্কার তাকে চিহ্নিত করেছে। গন্ধ শুঁকতে শুঁকতে অস্কার গবাদি পশুর গোয়ালে প্রবেশ করে। এভাবে ওই হত্যা ও ধর্ষণকাণ্ডে সন্দেহভাজনকে চিহ্নিত করতে কুকুরটি সহায়তা করেছে।

তিনি আরো বলেছেন, অস্কারের বয়স মাত্র তিন বছর। মাত্র সাত মাস বয়সে তাকে কিনে নিয়ে আসা হয়েছে। অপরাধ তদন্তের জন্য পুনেতে ৯ মাস ধরে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সে এখন দারুণ কাজ করে। গত ফেব্রুয়ারিতে একটি হত্যা মামলায় নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে কুকুরটি।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক